মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
প্রকাশিত : ১০:১৫ পূর্বাহ্ন মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুর্ব শত্রুতার জের ধরে দীর্ঘদিনের পুরোনো চলাচলের পথ সংস্কারে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এসময় পিতা ও পুত্রকে মারধর করেছে।
১০জুলাই পুটিবিলা নালারকুল দর্জি পাড়ায় সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনাটি ঘটেছে।
এ বিষয়ে মোঃ সাইফুল ইসলামকে বাদী হয়ে ওই এলাকার মৃত ফজল করিমের পুত্র আবদুর রউফ খোকন(৩৮), চম্পা বেগম(২৫)সহ ৪জনকে বিবাদী করে লোহাগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে প্রকাশ, বিবাদীগণ বাদী সাইফুল ইসলামের পৈত্তিক সম্পত্তির উপর রাস্তা জোরপুর্বক বন্ধ করে দিয়েছিল। এরপর স্হানীয় শালিশী বৈঠকের মাধ্যমে বৈঠক হলে রাস্তার পথ খুলে দিতে রায় দেয়। তারই ধারাবাহিকতায় শনিবার সকালে সাড়ে ৮টার দিকে চলাচলের রাস্তা মেরামতের কাজ করতে গেলে ১নং বিবাদী বাঁধা প্রদান করে। ১নং বিবাদী ক্ষিপ্ত হয়ে সাইফুল ইসলাম ও তার ছেলে মোশারফ হোসেন তোহাকে মারধর করে। তাদেরকে স্হানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করে।
আহত মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, আমি কিছুদিন পুর্বে স্টোক করে অসুস্হবোধ করছি। অামার পৈত্তিক সম্পত্তিতে দীর্ঘদিনের চলাচলের পথ মেরামত করতে গেলে আমার প্রতিপক্ষ আবদুর রউফ খোকন ও তার স্ত্রীসহ ৪/৫মিলে বাঁধা প্রদান করে। এসময় আমাকে এবং আমার ছেলেকে মারধর করে । তিনি সংশ্লিষ্ঠ প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের জোর দাবী জানান।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা , লোহাগাড়া থানার এএসআই শিপক চন্দ দাশ মুঠোফোনে উক্ত প্রতিবেদককে জানান, অভিযোগ হাতে পেয়েছি। ঘটনাস্হল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্হা নেওয়া হবে বলেও তিনি জানান।
অন্যদিকে,অভিযুক্ত আবদুর রউফ প্রকাশ খোকন জানান, আমার বাড়ীর সামনে জায়গাটা দীর্ঘদিনের চলাচলের পথ সেটা ঠিক। আমি বাড়ীর সামনে সৌন্দর্যের জন্য উঠান করে ভরাট করেছি। তবে, মারধরের বিষয়ে তিনি জানান, এ ঘটনা সম্পুন্ন মিথ্যা ও ভিত্তিহীন বলেও তিনি জানান।