সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
প্রকাশিত : ১২:৫৩ অপরাহ্ন সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় লকডাউনে ঘরবন্দি অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
১০ জুলাই সকালে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে উপজেলার চুনতিতে অসহায় ও দুঃস্হদের মাঝে ডাকবাংলোর মাঠে এসব সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্হিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ আহসান হাবীব জিতু, বাংলাদেশ সেনাবাহিনী কক্সবাজার ১০ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন মোঃ মুক্তাদির আহমেদ আসিফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মোঃ মাহবুব আলম শাওন ভূঁইয়া, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু কোম্পানী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদসহ ইউপির সকল মেম্বারবৃন্দ।
বাংলাদেশ সেনাবাহিনী কক্সবাজার ১০ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন মুহাম্মদ মুক্তাদির আহমেদ আসিফ জানান,সারাদেশে লকডাউন চলছে। লোহাগাড়ার মানুষ ঘরবন্দি রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর সঞ্চয়কৃত টাকা থেকে লকডাউনে অসহায় মানুষকে ত্রাণ সহায়তা প্রদান করেছি। আমাদের ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।