মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
প্রকাশিত : ১১:১৫ পূর্বাহ্ন মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ও পুটিবিলা ইউনিয়নের পানত্রিশা, সরাইয়া ও ফারাঙ্গায় ডলু খাল ও চারখাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অভিযান পরিচালনা করা হয়েছে।
এসময় বালু পরিবহনকৃত ২টি ডাম্পার গাড়ি ও ৫০হাজার ঘনফুট জব্দ করা হয়।
৯ জুলাই বিকেলে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ খোরশেদ আলম চৌধুরী।
অভিযান কালে সাথে ছিলেন লোহাগাড়া থানার এসআই দুলাল বাড়ৈ, চুনতি ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা শরফুদ্দিন খাঁন সাদি, মহসিন লিটন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ খোরশেদ আলম চৌধুরী জানান, কয়েকদিন ধরে এলাকাবাসী বালু উত্তোলনের বিষয়ে আমাদেরকে অভিযোগ করেন। খাল থেকে বালু উত্তোলনের কারণে খালে গভীর খাদের সৃষ্টি হচ্ছে এবং আশেপাশের জমি ও পাহাড়ের টিলা খালে ভেঙ্গে পরছে।জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছে এবং সরকারি সম্পত্তির ক্ষতিসাধন হচ্ছে।অভিযোগের প্রেক্ষিতে বালু খেকোদের বিরুদ্ধে চুনতি ও পুটিবিলা ইউনিয়নের পানত্রিশা, সরাইয়া, ফারাঙ্গায় ডলু ও চারখাল হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২টি ডেম্পার ও ৮টি স্পট হতে আনুমানিক ৫০হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। তিনি আরও জানান, জব্দকৃত বালি সার্ভেয়ারের দ্বারা পরিমাপ করে উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। এইসব বালু খেকো এবং সকল অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।