মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
প্রকাশিত : ১০:৪৩ অপরাহ্ন মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান লোহাগাড়া উপজেলায় উত্তর আমিরাবাদ এমবি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটিতে ২য় বারের মত এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন আমিরাবাদ দর্জি পাড়া গ্রামের কৃতি সন্তান, দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক, শিক্ষানুরাগী ও সমাজসেবক মিয়া মুহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজ।
৯ জুলাই বিকেলে স্বাস্হ্যবিধি মেনে তিনি বিদ্যালয়ে আগমন করলে বিদ্যালয় পরিচালনা কমিটি ও বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকার পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানান।
বিদ্যালয়ের হল রুমে কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মোঃ শফিকের সভাপতিত্বে অালোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের এডহক কমিটির দ্বিতীয় বারের মত সভাপতি, দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক, শিক্ষানুরাগী ও সমাজসেবক মিয়া মুহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজ।
এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আওয়ামীলীগ নেতা মুহাম্মদ ইসমাঈল, বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক সদস্য মুহাম্মদ শাহ আলম সওদাগর, শিক্ষক অনুব্রত পালসহ বিদ্যালয়ের সকল শিক্ষিকাবৃন্দরা উপস্হিত ছিলেন।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি, দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক, শিক্ষানুরাগী ও সমাজসেবক মিয়া মুহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজ বলেন, আমি প্রথমবারের মত বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব নিই। এরপর থেকে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে কাজ করেছি। অাবারও বিদ্যালয়ের সভাপতি হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আজকে প্রথম সভা করেছি। বিদ্যালয়ের উন্নয়নে ও শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাবো ইনশাল্লাহ।
তাকে সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মত নির্বাচিত করায় মাননীয় এমপি মহোদয়, শিক্ষা বোর্ডের পরিদর্শক, উপজেলা প্রশাসনসহ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।