সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

মোটর সাইকেল ও ইয়াবা জব্দ, লোহাগাড়ায় ২মাদক কারবারী আটক

প্রকাশিত : ১১:৩৬ পূর্বাহ্ন সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

 

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় ২ মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪হাজার ৩০০পিচ ইয়াবা ও মোটর সাইকেল জব্দ করা হয়।

আটককৃতরা হল চট্টগ্রাম সীতাকুণ্ড ভাটিয়ারী উত্তর ছলিমপুর এলাকার আবু তাহেরের পুত্র ফয়সাল(২২) এবং কক্সবাজার জেলার উখিয়া বালু খালী এলাকার মৃত আবুল হোসেনের পুত্র সিরাজুল ইসলাম(৩০)।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান,গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ১১টার দিকে থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ ওবায়দুল ইসলাম ও এসআই সামছুদ্দৌহার নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমুখী একটি মোটর সাইকেল থামিয়ে গাড়ি তল্লাশি চালিয়ে ৪হাজার ৩০০ পিচ ইয়াবাসহ ২মাদক কারবাীকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং ৯ জুলাই সকালে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।

আরো পড়ুন