সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
প্রকাশিত : ১২:০৯ অপরাহ্ন সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদকঃ
লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নে ভারী বর্ষণে হাতিয়ার খালের তীব্র স্রোতের কারণে রুস্তমের পাড়া সড়কের কয়েকটি অংশ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এছাড়াও আধুনগরের বিভিন্ন এলাকায় ডলুখাল ও হাতিয়ার খালের তীব্র স্রোতে ৩০টি গ্রামের বিভিন্ন এলাকায় সড়কে ভাঙ্গন সৃষ্টি হয়েছে। এরপর থেকে এলাকার সাধারণ মানুষ চলাচলে বড় কষ্টের দায় হয়ে দাঁড়িয়েছিল। বলতে গেলে অতি কষ্ঠে এলাকাকার জনসাধারণ চলাচল করে আসছিল।
ভাঙ্গন কবলিত এলাকাগুলো তাৎক্ষণিক পরিদর্শন করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ আহসান হাবীব জিতু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভূঁইয়া, আধুনগর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নাজিম উদ্দিন ও পানি উন্নয়ন বোর্ডের টিম।
সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে আধুনগরের ৭নং ওয়ার্ডস্হ রুস্তমের পাড়া সড়কের বড় অংশ ভাঙ্গনটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
৮ জুলাই চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির নির্দেশে উপজেলা প্রশাসনের সহায়তায় প্রথমে আধুনগর রুস্তমের পাড়া সড়কের বড় অংশে ভাঙ্গন সংস্কারের কাজ শুরু করা হয়।
চলমান ভাঙ্গন সংস্কারের কাজ পরিদর্শন করেন আধুনগর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নাজিম উদ্দিন।
এসময় সাথে ছিলেন আধুনগর ইউপির মেম্বার মুুহাম্মদ আবদুল মন্নান, সুজন দাশ, শাহজাহান চৌধুরী পারভেজসহ সকল ইউপি সদস্যাবৃন্দ।
আধুনগর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নাজিম উদ্দিন জানান, বিগত ৪/৫দিন পুর্বে প্রবল বর্ষণে ডলু খাল ও হাতিয়ার খালের তীব্র স্রোতের কারণে আধুনগরের বিভিন্ন এলাকায় ৩০ টি প্লাবিত হয়। সড়কের বিভিন্ন অংশ ভেঙ্গে যায়। এতে সাধারণ মানুষ কোন ধরণের চলাচল করতে পারেনি। মাননীয় এমপি মহোদয়, মাননীয় ইউএনও মহোদয়, পিআইও মহোদয়ের আন্তরিক সহযোগীতায় আধুনগর ৭নং ওয়ার্ডস্হ রুস্তমের পাড়া সড়কের বড় ভাঙ্গন সংস্কারের কাজ শুরু করা হয়। পর্যায়ক্রমে বাকি ভাঙ্গনগুলোর কাজ শুরু করা হবে বলেও তিনি জানান।