সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
প্রকাশিত : ১২:৪৪ অপরাহ্ন সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগরে ২শ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে ধরে পুলিশে ধরেন আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন।
বুধবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আধুনগর খাঁনহাট বাজারের দক্ষিণ পাশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পার্শ্ববর্তী খাদ থেকে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, লোহাগাড়ার আধুনগর মরা ডলুকুল এলাকার মো. জিয়াবুল হোসেনর ছেলে মো. হারুন (৩৪) ও আহমদ হোসনের ছেলে মো. কামাল উদ্দিন (৩৩)।
জানা যায়, আটককৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। প্রতিদিন ওই এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে আসছে। বুধবার প্রকাশ্যে মাদক আদান-প্রদানের সময় আধুনগর ইউপি চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন চৌকিদার ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেন।
থানা পুলিশের এসআই গোলাম কিবরিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে আটককৃতদের উদ্ধার করে ২শ পিস ইয়াবাসহ আটক করে থানা হেফাজতে নিয়ে যায়।
আধুনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নাজিম উদ্দিন জানান, প্রতিদিন এলাকায় অপরিচিত লোকের আনাগোনা বেড়ে যাওয়ায় নজরদারী বৃদ্ধি করা হয়। বুধবার বিকেলে আটককৃতরা ইয়াবা বিক্রির সময় স্থানীয়রা খবর দিলে সঙ্গীয় চৌকিদার নিয়ে ধাওয়া করে তাদেরকে আটক করি। পরে পুলিশকে খবর দিলে তাদের দেহ তল্লাশী করে ২শ ইয়াবা উদ্ধার করে থানায় নিয়ে যায়।
লোহাগাড়া থানার ওসি মো. জাকের হোসাইন মাহমুদ জানান, ২ মাদক ব্যবসায়ীকে আটক করে আধুনগর ইউপির চেয়ারম্যান সাহেব আমাকে খবর দিলে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলেও তিনি জানান।