মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
প্রকাশিত : ১:২৫ পূর্বাহ্ন মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউনের ৭ম দিনে কঠোর বিধি নিষেধ বাস্তবায়নে মাঠে রয়েছে উপজেলা প্রশাসন, পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী।
লকডাউন না মেনে অযথায় মোটর সাইকেল ও প্রাইভেট কার নিয়ে ঘুরাফেরার দায়ে উপজেলার আমিরাবাদ স্টেশন, পদুয়া বাজারসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় অযথায় ঘুরাঘুরী করার দায়ে সংক্রমণ আইন ২০১৮ এর ২৪ ধারামতে ৩৩টি মামলায় ১৩হাজার ৩০০ টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়।
৭জুলাই (বুধবার) সকাল থেকে বিকেল পর্যন্ত পৃথক পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ আহসান হাবীব জিতু এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ খোরশেদ আলম চৌধুরী।
সাথে ছিলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদ, বাংলাদেশ সেনাবাহিনী কক্সবাজার ১০ পদাতিক ডিভিশন আলিকদম ২৭ বীরের ক্যাপ্টেন মোঃ মুক্তাদির আহমেদ আসিফ,ক্যাপ্টেন নাদিম,
উপজেলা ভূমি অফিসের নাজির সমির চৌধুরী,উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সিএ সমির চক্রবর্তী,উপজেলা ভূমি অফিসের নয়ন দাশসহ থানার আইন শৃঙ্খলা বাহিনী ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।