সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
প্রকাশিত : ১১:৫৩ পূর্বাহ্ন সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্হ ধলিবিলা হানিফার চর-মিঠাখালী সড়কটি ভারী বর্ষণের কারণে বেহাল দশাং পরিণত হয়েছিল। এলাকার জনসাধারণ ও গাড়ি চলাচলের অনুপযোগী ছিল। সাধারণ জনগণ চলাচলকে রীতিমত হিমশিম খেতে হতো। এ সড়কটির বেহাল দৃশ্য নিয়ে দৈনিক প্রতিদিনের সংবাদসহ বেশ কটি পত্রিকা ও অনলাইনে খবর প্রকাশিত হয়।
সড়কটির বেহাল দৃশ্য এবং সধারণ মানুষের চলাচলের সুবিধার কথা বিবেচনা করে ধলিবিলা-মিঠাখালী সড়কটি সংস্কারের উদ্যোগ নিলেন পদুয়া ইউপির চেয়ারম্যান মোঃ জহির উদ্দিন।
৭জুলাই সকালে তিনি সড়কটি পরিদর্শন করেন এবং পদুয়া ইউপি চেয়ারম্যান মোঃ জহির উদ্দিনের উদ্যোগে ইট ও বালি দিয়ে জনসাধারণের চলাচলের উপযোগী করে সংষ্কার কাজ শুরু করেন।
এসসময় সাথে ছিলেন পদুয়া ইউপির ৮নং ওয়ার্ডের মেম্বার মহিউদ্দিন মুহাম্মদ আলমগীর, টংকাবতী ইউপির মেম্বার মুহাম্মদ মোবারক আলী , এলাকার বাসিন্দা যুবলীগ নেতা মুহাম্মদ জয়নাল আবেদীন সওদাগর ও হুমায়ন রশিদ সহ অনেকেই।
পদুয়া ইউপির চেয়ারম্যান মোঃ জহির উদ্দিন জানান, ধলিবিলা-মিঠাখালী সড়কটি বিগত কয়েকদিনের ভারী বর্ষণে বেহাল দশায় পরিণত হয়েছিল। সড়কটির বিষয়ে এলাকাবাসী আমাকে অবহিত করলে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সড়কটি সংস্কারের উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে তিনি সড়কটি পরিদর্শন করেছেন। সড়কে কাজ শুরু করা হয়েছে বলেও তিনি জানান।
সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়ায় স্হানীয় এলাকাবাসী পদুয়া ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জহির উদ্দিনকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।