মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

লকডাউনে অযথায় ঘুরাঘুরি করার দায়ে লোহাগাড়ায় ৩১মামলায় ৪হাজার ৩৯০ টাকা জরিমানা

প্রকাশিত : ৯:৪২ পূর্বাহ্ন মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

 

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউনের তৃতীয় দিনে কঠোর বিধি নিষেধ বাস্তবায়নে মাঠে রয়েছে উপজেলা প্রশাসন, পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী।

লকডাউন না মেনে অযথায় মোটর সাইকেল নিয়ে ঘুরাফেরার দায়ে উপজেলার আমিরাবাদ স্টেশনসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় অযথায় ঘুরাঘুরী করার দায়ে ৩১টি মামলায় ৪৩৯০ টাকা জরিমানা আদায় করা হয়।

৩জুলাই শনিবার সকালে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ আহসান হাবীব জিতু।

সাথে ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী কক্সবাজার ১০ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন মুক্তাদির আহমেদ আসিফ, লোহাগাড়া থানার এসআই রুহুল আমিন, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সিএ সমির চক্রবর্তীসহ থানার আইন শৃঙ্খলা বাহিনী ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ আহসান হাবীব জিতু জানান, লকডাউন তৃতীয় দিনে উপজেলা প্রশাসন করোনা ভাইরাস সংক্রমন রোধে কাজ করে যাচ্ছে। উপজেলা প্রশাসনের সহায়তায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা কাজ করছে। আমরা সাধারণ মানুষকে ঘরমুখী করতে আমরা বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছি। অযথায় গাড়ি নিয়ে ঘুরাফেরা করার সংক্রমণ আইন ২০১৮ এর ২৪ ধারামতে ৩১ টি মামলায় ৪হাজার ৩৯০টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়।

এ অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

আরো পড়ুন