মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩

আধুনগরে বিভিন্ন এলাকায় ভাঙ্গনগুলো পরিদর্শনে পানি উন্নয়ন বোর্ডের টিম

প্রকাশিত : ২:১৯ পূর্বাহ্ন মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩

 

নিজস্ব প্রতিবেদকঃ

গত দুই দিনের ভারী বর্ষণে গ্রামীণ সড়কগুলো ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। টানা বৃষ্টিতে উপজেলার আধুনগর ইউনিয়নের হাতিয়াল খাল ও ডলু খালের তীব্র স্রোতের কারণে মিয়া পাড়া, মেহের আলী পাড়া মুন্সীর পাড়া, আধুনগর নয়া পাড়া,নজির আহমদ শাহ পাড়া, সাহেব বাড়ী পাড়া, হিন্দু পাড়া
আধুনগর রুস্তমের পাড়া সড়ক,শাহ মজিদিয়া রশিদিয়া সিপাহী পাড়া সড়ক,আকতারিয়া পাড়া, সর্দানী পাড়াসহ ৩০টি গ্রাম পানি বন্দি ছিল। বিশেষ করে সিপাহী পাড়া সড়ক,উত্তর হরিণা রুস্তমের পাড়া ও মিয়া পাড়া সড়কের বিভিন্ন অংশে টুকরো টুকরো ভেঙ্গে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।এসব ভাঙ্গন সড়কগুলো দিয়ে যাতায়াতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে এলাকার সাধারণ মানুষের।

৩ জুলাই আধুনগরের বিভিন্ন এলাকায় ভাঙ্গনগুলো পরিদর্শন করেন পটিয়া পৌর উপবিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী শওকত ইবনে শাহিদ।

৩ জুলাই আধুনগরের বিভিন্ন এলাকায় ভাঙ্গনগুলো পরিদর্শন করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পটিয়া পৌর উপবিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী শওকত ইবনে শাহিদ।

এসময় সাথে আধুনগর ইউপি চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড় পটিয়া পৌর বিভাগের উপ-সহকারী প্রকৌশলী দিবান কৃঞ্চ চৌধুরী, আধুনগর ইউপির মেম্বার যথাক্রমে  মুুহাম্মদ জয়নাল আবেদীন, আবদুল মান্নান, মুহাম্মদ হাসান সওদাগর, মুুহাম্মদ রাশেদুল ইসলাম, মুুহাম্মদ আবুল কালাম, সুজন দাশ।

 

আধুনগর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নাজিম উদ্দিন জানান, আমার এলাকায় ভাঙ্গনের বিষয়গুলো মাননীয় এমপি মহোদয়, মাননীয় ইউএনও মহোদয় ও পিআইও মহোদয় কে অবহিত করেছি। মাননীয় এমপি মহোদয় ও ইউএনও মহোদয় ভাঙ্গনগুলো দ্রুত সংস্কারের জন্য আমাকে আশ্বস্হ করেন।

মাননীয় এমপি মহোদয় ও ইউএনও মহোদয়ের আন্তরিকতায় আজকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের একটি টিম ভাঙ্গন কবলিত এলাকাগুলো পরিদর্শন করেছেন। তিনি আমাকে আশ্বস্হ করেছেন যে দ্রুত সড়কের ভাঙ্গন গুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পটিয়া পৌর উপবিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী শওকত ইবনে শাহিদ জানান, উপজেলার আধুনগরের বিভিন্ন ভাঙ্গন কবলিত এলাগুলো পরিদর্শন করেছি। ভাঙ্গন কবলিত এলাকার বিষয়গুলো পানি সম্পদ মন্ত্রনালয়ে অবহিত করা হবে বলেও তিনি জানান।

 

আরো পড়ুন