মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩

কলাউজানে জীবনের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগীর ব্যাক্তির সংবাদ সম্মেলন 

প্রকাশিত : ২:২৬ পূর্বাহ্ন মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩

 

 

নিজস্ব প্রতিবেদকঃ 

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার উত্তর কলাউজান ১ নম্বর ওয়ার্ডের লেংঙ্গা পুকুর পাড় এলাকার বাসিন্দা মৃত আবদুল নবীর ছেলে মোহাম্মদ বাবুলের বিরুদ্ধে অত্যাচার-নির্যাতনের অভিযোগ এনে এবং নিজেদের জীবনের নিরাপত্তা চেয়ে এলাকাবাসীর পক্ষে সংবাদ সম্মেলন করেছে একই এলাকার তৈয়বুল হকের ছেলে মোহাম্মদ ফরিদুল আলম।

শুক্রবার (২ জুলাই) বিকেলে লোহাগাড়া প্রেস ক্লাব কার্যালয়ে বাবু্লের অত্যাচারে অসহায় ফরিদুল আলমের পরিবার এবং এলাকাবাসীর ব্যানারে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

লিখিত বক্তব্যে ফরিদুল আলম বলেন, কয়েকদিন আগের প্রবাস ফেরত বাবুল পারিবারিক জায়গা-জমির বিরোধের জের ধরে আমার পরিবারের উপর হামলার চেষ্টা চালাচ্ছে। এমনকি শুক্রবার সকালে আমি বাড়ির পাশের দোকানে চা খাওয়ার সময় লম্বা দা নিয়ে আক্রমণ করে। তখন এলাকাবাসীর সহযোগিতায় প্রাণে বেঁচে যায়। আমি এবং আমার পরিবারের লোকজন জীবনের চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা আমাদের জীবনের নিরাপত্তা চাচ্ছি।
আমি প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে ফরিদুল আলমের পরিবার এবং এলাকাবাসীর পক্ষে বেশ কয়েকজন উপস্থিত ছিলেন।

আরো পড়ুন