মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

তীব্র স্রোতে ভেঙ্গে গেছে সড়কঃ দূর্ভোগে হাজার হাজার মানুষ

প্রকাশিত : ১০:২৯ পূর্বাহ্ন মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

রায়হান সিকদার,লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় গত দুই দিনের ভারী বর্ষণে গ্রামীণ সড়কগুলো ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। টানা বৃষ্টিতে ডলুখাল, হাতিয়ার খাল ও সাতগড় ছড়া খালের  পানি বেড়ে উপজেলার চুনতি  ইউনিয়নের ৫টি এলাকাসহ বিভিন্ন এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিস্তীর্ণ এলাকা ও বীজতলা পানির নিচে তলিয়ে গেছে। বিশেষ করে চুনতি ইউনিয়নের ২ টি সড়কের মাঝখানে ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়েছে। বৃষ্টির দিন পানি বন্দি পরিবারের সদস্য ঘুমাতে পারনি। খালের পানির তীব্র স্রোতের কারণে ভেঙ্গে গেছে সড়কগুলো। চরম দূর্ভোগে এলাকার হাজার হাজার মানুষ।

সরজমিনে গিয়ে দেখা যায়,  উপজেলার চুনতি ইউনিয়নের হাতিয়াল খালের তীব্র স্রোতের কারণে  কাটালিয়া পাড়া,হিন্দু পাড়া, বড়ুয়া পাড়া,রহমানিয়া পাড়া, সাতগড় পুরান পাড়া, পুর্ব পাড়া সহ আরও কয়েকটি পাড়ায় পানি ঢুকে পড়েছে এবং একই খালের স্রোতে ডাকবাংলো সড়কের ৫ অংশ টুকরো টুকরো ভেঙ্গে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। অন্যদিকে,চুনতি সাতগড় ছড়া খালের পিআইও ব্রীজ সংলগ্ন পুরান পাড়া সড়কের অংশ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।   পাশাপাশি  অন্যদিকে উপজেলার শাহমজিদিয়া-রশিদিয়া (সিপাহিপাড়া) সড়ক, মিয়াপাড়া সড়ক এবং রুস্তমপাড়া সড়ক ভেঙে গিয়ে যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এসব ভাঙ্গন সড়কগুলো দিয়ে যাতায়াতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে এলাকার সাধারণ মানুষের।

সাতগড় পুরান পাড়া সড়কের বাসিন্দা সোবাহান সওদাগর জানান, আমাদের এলাকায় ৩/৪ হাজার মানুষের বসবাস।সড়কের অংশ ভেঙ্গে যাওয়ার কারণে আমরা চলাফেরা করতে পারছিনা। অতি কষ্ঠে আমাদেরকে চলাচল করতে হচ্ছে। সড়কটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

চুনতি রহমানিয়া পাড়ার বাসিন্দা নজির আহমদ জানান, ভারী বর্ষণে হাতিয়ার খালের তীব্র স্রোতে আমাদের এলাকার সড়কগুলো টুকরো টুকরো ভেঙ্গে গেছে।  ভারী বর্ষণ ও ঢলে এলাকা প্লাবিত হয়ে কৃষিজমি এবং বাড়িঘরে পানি উঠেছে। সড়ক ভেঙে যাওয়ায় যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে শঙ্কায় দিন কাটতে হচ্ছে আমাদের।

চুনতি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানী জানান, আমার ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভাঙ্গনগুলো  পরিদর্শন করেছি।  ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে এলাকার ৫/৭টির বেশি জায়গার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বিভিন্ন সড়কের অংশ ভেঙে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই সড়কটি দ্রুত সংস্কারের জন্য মাননীয় এমপি মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাহবুব আলম শাওন বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত এলাকার লোকজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ আহসান হাবীব জিতু জানান, উপজেলার বিভিন্ন এলাকায় ভাঙ্গনগুলো পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ( শুকনো খাবার)  প্রদান করা হয়েছে বলেও তিনি জানান।

আরো পড়ুন