সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
প্রকাশিত : ১২:৪৭ অপরাহ্ন সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
লোহাগাড়া প্রতিনিধিঃ
করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউন নিশ্চিত করতে লোহাগাড়ায় মাঠে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সাধারণ মানুষকে ঘরমুখী করতে এবং স্বাস্হ্যবিধি নিশ্চিত করতে ১ জুলাই দুপুরে বাংলাদেশ সেনাবাহিনী কক্সবাজার ১০ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন মোঃ মুক্তাদির আহমেদ আসিফের নেতৃত্ব সেনাবাহিনীর একটি টিম উপজেলার বটতলী স্টেশন ও পদুয়া বাজারের বিভিন্ন এলাকায় টহল জোরদার করা হয়েছে।এসময় টহলকালে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জনসচেতনতামুলক মাইকিং করা হয়।
ক্যাপ্টেন মুক্তাদির আহমেদ আসিফ জানান, উপজেলা প্রশাসনের সমন্বয়ে লকডাউন নিশ্চিত করতে আমরা মাঠে কাজ করে যাচ্ছি। সাধারণ মানুষকে ঘরমুখী করতে ও স্বাস্হ্যবিধি মেনে চলতে আমরা আজকে টহল জোরদার করেছি। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হওয়া যাবেনা। সবাইকে স্বাস্হ্যবিধি মেনে চলতে অনুরোধ জানান।