মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

আধুনগরে পানিবন্দি মানুষের মাঝে খাবার বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন 

প্রকাশিত : ১০:৩৭ পূর্বাহ্ন মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

 

 

নিজস্ব প্রতিবেদকঃ 

চট্টগ্রামের লোহাগাড়ায় টানা বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উপজেলার আধুনগর ইউনিয়নের পানিবন্দি মানুষের মাঝে খাবার বিতরণ করেছে আধুনগর ইউপির চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দীন।

বৃহস্পতিবার ভোরে বৃষ্টি থামার পরপরই ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি। এলাকার মানুষের খোঁজখবর নেন। এই সময় উপস্থিত ছিলেন হারুন, সাংবাদিক জাহেদ সহ স্থানীয় লোকজন।

চেয়ারম্যান নাজিম জানান, ডলু খালের তীর ভেঙ্গে ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়াও হাতিয়ার খালের ভাঙ্গনে রুস্তমর পাড়া,ওজা পাড়া, মরা ডলুকুল,সেদিরপুনি বড়ুয়া প্লবিত হয়েছে। এতে হাজার হাজার পরিবার পানিবন্দি হয়ে আছে। এছাড়াও গ্রামীণ সড়ক কৃষক ও মৎস্যজীবীদের লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

আরো পড়ুন