সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
প্রকাশিত : ১১:১৮ পূর্বাহ্ন সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্হানে উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ও থানা পুলিশ।
করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউন না মানায় ৩৭টি মামলায় ১৪হাজার ৩৩০টাকা জরিমানা আদায় করা হয়েছে।
১ জুলাই বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতে যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ আহসান হাবীব জিতু এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ খোরশেদ আলম চৌধুরী।
এসময় সাথে ছিলেন লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ ও বাংলাদেশ সেনাবাহিনী কক্সবাজার ১০ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন মোঃ মুকতাদির আহমেদ আসিফ, লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ ওবাইদুল ইসলাম, থানার এসআই সামশুদ্দৌহা, উপজেলা ভূমি অফিসের নাজিম সমির চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সিএ সমির চক্রবর্তী, উপজেলা ভূমি অফিসের নয়ন দাশসহ বাংলাদেশ সেনাবাহিনী ও থানা পুলিশের সদস্যরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ আহসান হাবীব জিতু জানান, লকডাউন চলাকালীন সময় অযথায় ঘর থেকে বের হওয়া যাবেনা। আমরা সাধারণ মানুষকে ঘরমুখী করতে এবং সকলকে মাস্ক ব্যবহার করতে সচেতন করে যাচ্ছি।করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা প্রশাসনের সাথে বাংলাদেশ সেনাবাহিনী ও লোহাগাড়া থানা পুলিশ কাজ করে যাচ্ছে। করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউন না মেনে দোকানপাট, শপিংমল খোলা রাখা এবং অযথায় ঘুরাঘুরি করার দায়ে সংক্রমণ আইন ২০১৮এর ২৪ ধারামতে ৩৭টি মামলায় ১৪ হাজার ৩৩০ টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। কেউ ঘর থেকে বের হয়ে অযথায় ঘুরাঘুরী করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্হা নেওয়া হবে বলেও তিনি জানান।
এ অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।