মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩

এমপি নদভীর প্রচেষ্ঠায় চরম্বায় জমাদার পাড়া-কালোয়ার পাড়া সড়কের কাজ সম্পন্ন

প্রকাশিত : ১:৩০ পূর্বাহ্ন মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩

 

নিজস্ব প্রতিবেদকঃ 

 

লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়ন একটি গুরুত্বপূর্ণ জনপথ। চরম্বা ইউপির ৬নং ওয়ার্ডে বিগত নির্বাচনে মেম্বার পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। নির্বাচিত হওয়ার পর থেকে তার এলাকায় বিভিন্ন উন্নয়নে তিনি নিজেকে নিয়োজিত রেখেছেন।চরম্বা ৬নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দৃশ্যমান উন্নয়ন সাধিত হয়েছে।

তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির আন্তরিক প্রচেষ্ঠায় দুর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তর কর্তৃক টিআর কাবিখা বরাদ্দ হইতে চরম্বা ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্হ জমাদার পাড়া-কালোয়ার পাড়া সড়কের অবশিষ্ট অংশের কাজ সম্পন্ন করা হয়েছে।

উক্ত সড়ক পরিদর্শন করেন চরম্বা ইউপি চেয়ারম্যান ও চরম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার মুহাম্মদ শফিকুর রহমান, চরম্বা ইউপির ১নং প্যানেল চেয়ারম্যান ও ইউপির ৬নং ওয়ার্ড মেম্বার মুহাম্মদ সোলাইমান।

সড়কটির কাজ সম্পন্ন হওয়ায় চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি,উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া,চরম্বা ইউপি চেয়ারম্যান মাস্টার মুহাম্মদ শফিকুর রহমানকে স্হানীয় এলাকাবাসী অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আরো পড়ুন