বুধবার, ২২ মার্চ ২০২৩

লোহাগাড়ায় ট্রাকের চাপায় সাংবাদিক মাসুম নিহত

প্রকাশিত : ১২:০৮ পূর্বাহ্ন বুধবার, ২২ মার্চ ২০২৩

 

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দূর্ঘটনায় মালবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

নিহতের হাফেজ নেজাম উদ্দিন মাসুম (৩৫)।সে একজন সাংবাদিক। তিনি সাতকানিয়া উপজেলার নলুয়া পূর্ব গাটিয়াডাঙ্গা এলাকার মাষ্টার নুরুল হকের ছেলে ও দৈনিক দেশেরকণ্ঠ পত্রিকার সাতকানিয়া প্রতিনিধি হিসেবে কাজ করেন।

মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় উপজেলার আধুনগর লাল ব্রীজের উপর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দূর্ঘটনাটি ঘটে।

স্হানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, চট্টগ্রামমূখী মালবাহী ট্রাক (সিলেট- ট-০২-০০০১) দূর্ঘটনায় কবলিত মোটরসাইকেল ( কক্সবাজার হ-১১-৭৯৩৯) পেছন থেকে ধাক্কা দিলে ছিটকে পড়ে মোটরসাইকেল আরোহী। ট্রাকটি পেছনে দিয়ে আবারো চাপা দিলে মাথা ফেটে মগজ বের হয়ে গেলে  ঘটনাস্থলে মারা যান তিনি।

জানা যায়, নিহত মাসুম সাংবাদিকতার পাশাপাশি কেএসআরএম স্টিলের মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত আছেন। ঘটনারদিন লোহাগাড়া সদরে ফেরার পথে ঘটনাস্থলে মালবাহী ট্রাকের চাপায় নিহত হন।

ঘটনার খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশের এসআই মো. ফারুক ও লোহাগাড়া থানার এসআই দুলাল বাড়ৈ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন।

দোহাজারী হাইওয়ে থানার ওসি আব্দুর রব জানান,খবর পেয়ে থানার এসআই মো. ফারুকের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্হল হতে দূর্ঘটনায় কবলিত গাড়ি ও নিহতের লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়। লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি স্থানীয়রা আটক করলেও ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।

 

আরো পড়ুন