বুধবার, ২২ মার্চ ২০২৩

লোহাগাড়ায় ডাকাতির ঘটনায় জড়িত মহেশখালির যুবক আটক

প্রকাশিত : ১২:২৭ পূর্বাহ্ন বুধবার, ২২ মার্চ ২০২৩

 

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় কলাউজানে ডাকাতির ঘটনায় এক যুবককে আটক করেছে থানা পুলিশ।

গতকাল বিকেলে থানার এসআই পার্থসারথি হাওলাদের নেতৃত্বে পুলিশের একটি টিম মহেশখালী পানিছড়া এলাকা হতে তাকে আটক করে।

আটককৃতের নাম শফি আলম(৩৮)। সে কক্সবাজার জেলার মহেশখালী পানিছড়া এলাকার মৃত সরু মিয়ার পুত্র।

লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান,গত ২০ জুন দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কলাউজানের ফতেহ আলী সিকদার পাড়ার মাওলানা আবুল কাসেমের বসতঘরেএকটি ডাকাতি ঘটনা সংগঠিত হয়। থানার এসআই পার্থসারথির নেতৃত্বে পুলিশের একটি টিম এ ঘটনায় জড়িত অপর আসামী সফি আলমকে মহেশখালী পানিছড়া এলাকা থেকে আটক করে লোহাগাড়া থানার হেফাজতে নিয়ে আসে। আটককৃত সরু মিয়া ডাকাতি ঘটনার সাথে জড়িত। সে ১৬৪ ধারা জবানবন্দিতে এ ঘটনার সাথে জড়িত বলে স্বীকার করছে। তার বিরুদ্ধে থানায় ডাকাতি আইনে মামলা রুজু করা হয়। তাকে আদালতে সৌপর্দ করা হয়েছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, গত ২১জুন সকালে টিম চকরিয়া বরইতলী এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরী ৪টি অস্ত্র,১৩রাউন্ড কার্তুজ, ৩টি মোবাইল সেট, নগদ টাকা ডাকাতিকালে প্রয়োজনীয় সরঞ্জামাদিসহ ডাকাত নুরুল হাসেম প্রকাশ কাসেম(৩০) আটকের পর আদালতে সৌপর্দ করে থানা পুলিশ।

 

আরো পড়ুন