বুধবার, ২২ মার্চ ২০২৩

লোহাগাড়ায় রাস্তার পাশে মিলল নবজাতক শিশু

প্রকাশিত : ১২:০২ পূর্বাহ্ন বুধবার, ২২ মার্চ ২০২৩

 

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় রাস্তার পাশে বস্তাভর্তি অবস্থায় এক জীবিত নবজাতক কন্যাকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুন) সকালে উপজেলার চুনতি মুন্সেফ বাজার বড়ুয়া পাড়ায় জেতবন বিহারের রাস্তার পাশে বস্তাভর্তি অবস্থায় নবজাতকটি পাওয়া যায়।

একই এলাকার নিপু বড়ুয়া বলেন, মঙ্গলবার সকাল ৮টার দিকে ওই সড়কের পাশ দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম। যাওয়ার সময় নবজাতকটির কান্নার আওয়াজ শুনতে পাই। শুরুতে কুকুরের কান্না ভেবে সামনের দিকে এগোতে থাকি। আবারো কান্নার আওয়াজ শুনতে পেয়ে পেছনে ফিরে এগিয়ে গিয়ে দেখি বস্তাভর্তি অবস্থায় একটা শিশু কান্না করছে। সাথে সাথে আমার স্ত্রীকে ডেকে নিয়ে শিশুটি বাড়িতে নিয়ে আসি।

তিনি আরও বলেন, বাড়িতে এনে শিশুটির শারীরিক অবস্থা ভালো আছে কিনা দেখার জন্য চিকিৎসক নিয়ে আসি। চিকিৎসক শিশুটি শারিরীকভাবে সুস্থ আছে বলে জানান। বর্তমানে শিশুটি আমার কাছে রয়েছে।

চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রাফিকুল ইসলাম জামান বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে উদ্ধার হওয়া নবজাতকটি নিপু বড়ুয়ার তত্ত্বাবধানে রয়েছে। যদি কেউ দাবি করে তাকে দেওয়া হবে।

 

 

আরো পড়ুন