মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
প্রকাশিত : ১:০৭ পূর্বাহ্ন মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
করোনা ভাইরাস প্রানঘাতি মহামারী রোগ হিসেবে সারাদেশে ধারণ করেছে। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশে চলছে লকডাউন।
তারই ধারাবাহিকতায় লকডাউন বাস্তবায়নে মাঠে নিরলসভাবে কাজ করে যাচ্ছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ।
উপজেলার বটতলী মোটর স্টেশন, পদুয়া বাজার ও চুনতি বাজারের বিভিন্ন এলাকায় লকডাউন না মেনে দোকানপাট ও শপিংমল খোলা রাখার দায়ে ১০টি মামলায় মোট ১৩হাজার ১০০টাকা জরিমানা আদায় করা হয়েছে।
২৯ জুন (মঙ্গলবার) সকালে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ খোরশেদ আলম চৌধুরী।
জানা যায়, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে লকডাউন না মেনে উপজেলার বটতলী মোটর স্টেশন, পদুয়া বাজার ও চুনতি বাজারের বিভিন্ন এলাকায় দোকানপাট ও শপিং মল খোলা রাখার দায়ে ১০টি মামলায় মোট ১৩হাজার ১০০ টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে লোহাগাড়া থানার এসআই মুহাম্মদ দেলোয়ার ও উপজেলাে ভূমি অফিসের নাজির সমির চৌধুরী উপস্হিত ছিলেন।
এ অভিযান চলমান রয়েছে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ খোরশেদ আলম চৌধুরী।