মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
প্রকাশিত : ১:২৪ পূর্বাহ্ন মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় পৃথক অভিযানে চালিয়ে ৩ মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
এসময় ৯হাজার পিচ ইয়াবা ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হল যথাক্রমে কক্সবাজার উখিয়া রাজাপালং সিকদার বিল এলাকার অাবু্ল হোসেনের পুত্র নুর হোসেন(২১), মাদারীপুর রাজৈর আবদুল বারেকের পুত্র স্বপন(৩০) এবং জামালপুর মেলান্দহ এলাকার মৃত নুর ইসলামের পুত্র শুক্কুর(২২)।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে লোহাগাড়া থানার এসআই সামছুদ্দৌহার নেতৃত্বে পুলিশের একটি টিম চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে নুর মোহাম্মদের কাছ থেকে ১হাজার পিচ ইয়াবা এবং একই স্পটে কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে হাজার পিচ ইয়াবাসহ মোট ৯০০ পিচ ইয়াবা ও ৩ মাদক কারবারীকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং ২৮ জুন সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।