শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩
প্রকাশিত : ২:০২ পূর্বাহ্ন শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩
লোহাগাড়া প্রতিনিধিঃ
মোঃ আব্দুর রহিম। তার পিতার নাম মৃত আব্দুল মালেক। তার বাড়ী লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি গ্রামের পন্ডিত পাড়া এলাকায়।
আব্দুর রহিম দীর্ঘদিন ধরে টিউমার ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে বাড়ীতে রয়েছেন। তার কোন ভিটেবাড়ি নেই। কোন সহায় সম্বল নেই। টাকার অভাবে তিনি চিকিৎসা সেবা করতে পারছেনা।
তার অসুস্হতার খবর শুনে ২৮ জুন বিকেলে তার বাড়ীতে ছুটে গেলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মুহাম্মদ জহির উদ্দিন। এসময় তিনি তার চিকিৎসার খবর নেন। তার নিজস্ব তহবিল হতে অসুস্হ আব্দুর রহিমকে নগদ অর্থ প্রদান করেন।
এসময় সাথে ছিলেন যুবলীগ নেতা মুহাম্মদ সরওয়ার কামাল, মুহাম্মদ জেয়াবুল হক, মুহাম্মদ নাছির, আবদুল আওয়াল এহেছানসহ অন্যান্যরা।
টিউমার ক্যান্সার রোগে আক্রান্ত মুুহাম্মদ আব্দুর রহিম খুব বেশী অসহায়। তার চিকিৎসার জন্য অনেক টাকা দরকার।
প্লিজ সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ অসহায় আবদুর রহিমের চিকিৎসার পাশে এগিয়ে আসার আহবান।
যোগাযোগঃ
টিউমার ক্যান্সারে আক্রান্ত আব্দুল রহিম মনজুরের বড় ছেলে মুহাম্মদ আরফাত
বিকাশ পারসোনাল ০১৮১৮-৩৪৬৩৪২।