মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
প্রকাশিত : ১০:৪০ পূর্বাহ্ন মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
করোনা ভাইরাস প্রানঘাতি মহামারী রোগ হিসেবে সারাদেশে ধারণ করেছে। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশে চলছে লকডাউন।
তারই ধারাবাহিকতায় লকডাউন বাস্তবায়নে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ।
লকডাউন না মেনে দোকানপাট ও শপিংমল খোলা রাখার দায়ে ১৩টি মামলায় মোট ৯৩হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
২৮ জুন সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত উপজেলার বটতলী মোটর স্টেশন, পদুয়া বাজার ও চুনতি বাজারের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ খোরশেদ আলম চৌধুরী।
জানা যায়, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে লকডাউন না মেনে উপজেলার বটতলী মোটর স্টেশন, পদুয়া বাজার ও চুনতি বাজারের বিভিন্ন এলাকায় দোকানপাট ও শপিং মল খোলা রাখার দায়ে ১৩টি মামলায় মোট ৯৩হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে উপজেলাে ভূমি অফিসের নাজির সমির চৌধুরী ও থানা পুলিশের টিম উপস্হিত ছিলেন।