মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
প্রকাশিত : ১১:০০ অপরাহ্ন মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
রায়হান সিকদারঃ
চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া’র সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি মহোদয়ের পক্ষ থেকে কিং সালমান সেন্টারের অর্থায়নে আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন এর ব্যাবস্থাপনায় আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) এর চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
২৫ জুন সকালে এসব সামগ্রী বিতরণ করেন আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন প্রধান নির্বাহী পরিচালক ও আইআইইউসি ট্রাস্টি বোর্ডের সদস্য,বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামিলীগের কার্যনির্বাহী সদস্য রিজিয়া রেজা চৌধুরী।
এ সময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন আইআইওসির প্রো-ভিসি প্রফেসর ড.মাসরুর মাওলা,ট্রেজারার প্রফেসর ড.হুমায়ুন,রেজিষ্ট্রার প্রফেসর শফিউর রহমান,ট্রান্সফোর্ট ডিভিশনের চেয়ারম্যান প্রফেসর মহিউদ্দিন মাহি সহ বিভিন্ন ডিভিশনের কর্মকর্তাবৃন্দ।