মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩

সাংসদ প্রফেসর ড.নদভীর পক্ষে বৃদ্ধকে হুইল চেয়ার ও খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত : ২:২৪ পূর্বাহ্ন মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩

 

নিজস্ব প্রতিবেদকঃ 

 

মোঃ গুরা মিয়া(৭৫)। তার পিতার নাম মৃত লাল মিয়া। তার বাড়ী চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদরের ইউনিয়নের সওদাগর পাড়ায়। তিনি অসুস্হ শরীর নিয়ে বৃদ্ধ বয়সে অতি কষ্ঠে দিনাতিপাত করছিল। এ সময়ে তার একটা দরকার হুইল চেয়ার। একটি হুইল চেয়ার পেলে একটু স্বস্তি পাবেন তিনি। তার বিষয়টি সমাজকর্মী আরমান বাবু রোমেলকে অবহিত করেন।

২২ জুন দুপুর ১টার দিকে উপজেলা সমাজসেবা অফিস কর্তৃক চট্টগ্রাম- ১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের মাননীয় সংসদ সদস্য,বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির পক্ষ থেকে বৃদ্ধ গুরা মিয়াকে হুইল চেয়ার ও খাদ্য সামগ্রী প্রদান করেন জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান,লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা সমাজকর্মী মুহাম্মদ আরমান বাবু রোমেল।

এসময় উপজেলা সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার মুুহাম্মদ ফজলে নুরী ও মুহাম্মদ ফরিদুল আলম।

আরো পড়ুন