শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩
প্রকাশিত : ১:০৯ পূর্বাহ্ন শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩
লোহাগাড়া প্রতিনিধিঃ
বীর মুক্তিযোদ্ধা গোলাম রশিদ। তার বাড়ী লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ প্রফেসর ড.আবু রেজা মুুহাম্মদ নেজামুদ্দিন নদভীর আন্তরিক প্রচেষ্ঠায় বীর মুক্তিযোদ্ধা প্রকল্পের আওতায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) লোহাগাড়া উপজেলা কর্তৃক মুক্তিযোদ্ধা গোলাম রশিদকে মৎস্য চাষ করার জন্য ৮০হাজার টাকা ঋণ বিতরণ করা হয়েছে।
১৭জুন সকালে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধার হাতে এ ঋণ বিতরণ করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতু ।
এসময় উপস্হিত ছিলেন লোহাগাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভূঁইয়া, লোহাগাড়া উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য সমাজকর্মী মুহাম্মদ আরমান বাবু রোমেল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ
নাছির উদ্দিন।