মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩

ওসি জাকের`র নির্দেশে পদুয়ায় দীর্ঘদিনের পারিবারিক সমস্যা সমাধান করে দিলেন এসআই নাছিমা আকতার

প্রকাশিত : ২:৩১ পূর্বাহ্ন মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩

 

লোহাগাড়া প্রতিনিধিঃ

নারী নির্যাতন,যৌতুক প্রথা ও বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধী।সমাজের প্রত্যেক মানুষের সচেতনতার জন্য এসবের বিরুদ্ধে সোচ্চার হওয়া জরুরী। লোহাগাড়া থানায় সাধারণ জনগনের মাঝে পুলিশি সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদ।

ওসির বিচক্ষণতায় নারীদের আলাদা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য নারি শিশু প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক নামে একটি অফিস কক্ষ চালু করা হয়েছে। যেখানে নারীরা অবহেলার পাত্র হলে লোহাগাড়া থানায় এই ডেস্কে নির্ভয়ে সেবা গ্রহন করতে পারবেন। এই ডেস্কের দায়িত্বে রয়েছেন লোহাগাড়া থানার এসআই নাছিমা আকতার। যিনি নারীদের সেবা দিবেন।

জানা যায়, বিগত কয়েকদিন পুর্বে লোহাগাড়ায় উপজেলার পদুয়া মাস্টার পাড়ায় ২ সন্তানের জননী নুসরাত। তাকে তার স্বামী নজরুল ইসলাম নির্যাতন চালিয়ে যাচ্ছিল। তিনি লোহাগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বিষয়টি ডেস্কের দায়িত্বরত লোহাগাড়া থানার এসআই নাছিমা আকতারকে ওসি জাকের হোসাইন মাহমুদ তদন্তপুর্বক সমাধানের জন্য নির্দেশ দেন।

১৬ জুন বৈঠকের মাধ্যমে ওসির নির্দেশে স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্হিতিতে দীর্ঘদিনের পারিবারিক কলহ সমাধান করে দেন লোহাগাড়া থানার এসআই নাছিমা আকতার।

লোহাগাড়া থানার এসআই নাছিমা আকতার জানান, নারী নির্যাতন , যৌতুক প্রথা, পারিবারিক কলহ, বাল্যবিবাহ এগুলো সামাজিক ব্যাধী। এসবের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে । নারীরা সুষ্টু বিচারের জন্য নারী সংক্রান্ত যেকোন সমস্যা সমাধানের জন্য ওসি স্যারের নেতৃত্বে লোহাগাড়ায় নারী শিশু প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক অফিস কক্ষ স্হাপন করা হয়েছে। সমাজের অবহেলিত নারীরা এখানে সব ধরণের সুবিচার পাবেন বলেও তিনি জানান।

লোহাগাড়ার সাধারণ মানুষের পাশে বাংলাদেশ পুলিশ সবসময় পাশে রয়েছে।

আরো পড়ুন