মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩

লোহাগাড়ায় জনসচেতনতামুলক দুর্যোগ বিষয়ক মহড়া অনুষ্ঠিত

প্রকাশিত : ১২:৪৬ পূর্বাহ্ন মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩

 

 

লোহাগাড়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় জনসচেতনতায় দুর্যোগ বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

১৬ জুন বিকেলে উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে উপজেলা প্রশাসন ও দুযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগীতায় এই মহড়া অনুষ্ঠিত হয়।

জনসচেতনতা মুলক মহড়ার মধ্যে ছিল
দুর্যোগ বিষয়ক মহড়া গ্যাস সিলিন্ডারে অগ্নী নির্বাপন পদ্ধতি, ফায়ার এক্সটিং গুইসারের মাধ্যমে অগ্নি নির্বাপনের পদ্ধতি, ভিজা বস্তা বা কম্বল দিয়ে অগ্নি নির্বাপন সহ বিভিন্ন ধরণের মহড়া।

 

 

উক্ত মহড়ায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতু।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মাহবুব আলম শাওন ভুঁইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা(এও) মুহাম্মদ মোসলেহ উদ্দিন।

বিভিন্ন ধরণের মহড়া পরিচালনা করেন সাতকানিয়ায় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুুহাম্মদ রহমত উল্লাহর নেতৃত্বে সাতকানিয়া ফায়ার সার্ভিসের একটি টিম।

উক্ত মহড়া অনুষ্ঠানে সাংবাদিক, জনপ্রতিনিধি সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তাবৃন্দরা উপস্হিত ছিলেন।

আরো পড়ুন