শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩

মোটরসাইকেলে তল্লাশিঃ ৫হাজার পিচ ইয়াবাসহ লোহাগাড়ায় মাদক কারবারী আটক

প্রকাশিত : ১০:৫৪ অপরাহ্ন শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩

 

লোহাগাড়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় এক মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৫হাজার পিচ ইয়াবা এবং একটি মোটর সাইকেল জব্দ করা হয়।

আটককৃত মাদক কারবারী কুমিল্লা দাউদকান্দী জিংলাতলী এলাকার মুহাম্মদ আলীর পুত্র শাহজাহান (৩০)।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে থানার এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের উপজেলা পরিষদের সামনে মোটর সাইকেল থামিয়ে সেখানে তল্লাশি চালিয়ে ৫হাজার পিচ ইয়াবা সহ এক মাদক কারবারীকে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং ১৬ জুন সকালে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।

আরো পড়ুন