শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩
প্রকাশিত : ২:০৭ পূর্বাহ্ন শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদকঃ
লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের বিবিরবিলা নাথ পাড়া গ্রামের স্বাধীনতার অকোতোভয় সৈনিক শ্রী প্রাণহরী দেব নাথ আর নেই। তিনি গত ১২ জুন রাত সাড়ে ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেছেন। তার পিতার নাম মৃত অনঙ্গ মোহন নাথ।
মৃত্যুকালে তিনি স্ত্রী,৪ছেলে ,২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
পরের দিন ১৩ জুন দুপুর দেড়টায় লোহাগাড়া উপজেলা নির্বাহী(ইউএনও) মোঃ অাহসান হাবীব জিতু পুলিশ প্রশাসনের লোকজনসহ রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অর্নার প্রদান করেন এবং উপজেলা প্রশাসনের পক্ষে থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জানান।
রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিকভাবে তার অন্তেস্ট্রিক্রিয়া সুসম্পন্ন হয়।
এসময় লোহাগাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভূঁইয়া, চরম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চরম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার মুহাম্মদ শফিকুর রহমান লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম,চরম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মুহাম্মদ আছহাব উদ্দিন,স্হানীয় ইউপি সদস্য মুহাম্মদ ওসমান গনি ও বিভিন্ন সংগঠনের নের্তৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।