মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

আমি সেবক হতে চাই,শাষক নয়ঃসংবাদ সম্মেলনে নৌকার মনোনয়ন প্রত্যাশী আকতার কামাল পারভেজ

প্রকাশিত : ১১:৩২ অপরাহ্ন মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

 

লোহাগাড়া প্রতিনিধিঃ

আসন্ন পদুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, তরুণ উদীয়মান আওয়ামীলীগ নেতা বাংলাদেশ আওয়ামীলীগ তথা নৌকার মনোনয়ন প্রত্যাশী, পদুয়া আলী সিকদার পাড়া গ্রামের কৃতি সন্তান মোঃ আকতার কামাল পারভেজের সাথে লোহাগাড়ার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১০ জুন বিকেলে পদুয়া তেওয়ারী হাট বাজারে আকতার কামাল পারভেজের নিজ কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন।

 

 

সাংবাদিক সম্মেলনে পদুয়া ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী আকতার কামাল পারভেজ বলেন, আমি পদুয়ার মানুষের সেবা করতে চাই, পদুয়ার মানুষকে নিয়ে সবসময় স্বপ্ন দেখি ।আমি নৌকা প্রতীকে মনোনয়ন নিয়ে নির্বাচন করার সুযোগ চাই। আমার বাড়ি পদুয়া বাজারের অদূরে আলি সিকদার পাড়ায়। চেয়ারম্যান পদে কেন নির্বাচন করবেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আত্ননির্ভরশীল হয়ে মানুষ এবং এলাকার জন্য কিছু করার আশায় তিনি আওয়ামী রাজনীতির পাশাপাশি ব্যবসা-বাণিজ্য করে আসছেন। যেহেতু তিনি জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী। আমার রক্তে মিশে আছে আওয়ামী রাজনীতি। দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতি করেছি। আমার মরহুম বাবাও মানুষের কল্যাণে কাজ করে গেছেন। আমার বাবাও বঙ্গবন্ধুর আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। আমি একজন সেবক হিসেবে পদুয়ার জনগণের পাশে থাকার জন্য আগামী ইউপি নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে নির্বাচন করার প্রত্যাশী। ইউনিয়েন সার্বিক উন্নয়ন, চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদক মুক্ত পদুয়া ইউনিয়নকে মডেল ইউনিয়নে উন্নীত করার তিনি আশাবাদী। তাই অতীতের মতো তিনি সামাজিক ও রাজনৈতিকভাবে জনগণের সেবা করতে আওয়ামীলীগের নৌকা প্রতীকে তাঁকে চেয়ারম্যানপদে মনোনয়ন দেয়ার জন্য দলের সভানেত্রী তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় দৃষ্টি কামনা করেছেন।তিনি উল্লেখ করেন,তাঁর কোন অবৈধ লোভ-লালসা নেই।আল্লাহ তাুকে অনেক ধন-সম্পদ দিয়েছেন।তাই এলাকার উন্নয়ন ও জনগণের সেবা করার জন্য তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করার আশাবাদী। আমি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন ও মমতাময়ী নেত্রীর কাছে অনেক বেশী আশাবাদী, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতীক দিয়ে আগামী পদুয়া ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার সুযোগ করে দিবেন।

 

 

ওই সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী রাজনীতিক ও পদুয়া বাজারের প্রবীণ ব্যবসায়ী ও মুরুব্বী হাজী সোলায়মান সওদাগর, মোঃ শাহ নেওয়াজ,আলহাজ্ব নুরুল আমিন, বীর মুক্তিযোদ্ধা সাহেব মিঞা, নুরুল আলম সিকদার, যুবলীগ নেতা একরামুল হক বাদশা ও মোঃ শাহজাহান ও যুবলীগ নেতা আমানুল হক।

চেয়ারম্যান পদপ্রার্থী আকতার কামাল পারভেজ পদুয়ার সর্বস্তরের মানুষের কাছে দোয়া, ভালবাসা,সহযোগীতা ও সমর্থন কামনা করেছেন।

আরো পড়ুন