মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

মাইক্রোবাসে তল্লাশিঃ ১৮০০ পিচ ইয়াবাসহ মাদক কারবারী আটক

প্রকাশিত : ১১:১৮ অপরাহ্ন মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

 

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ১৮০০ পিচ ইয়াবা এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

আটককৃত মাদক কারবারী চট্টগ্রাম সীতাকুণ্ড কুমিরা সোনাইছড়ি গোড়ামারা এলাকার মৃত হাবিবুর রহমানের পুত্র আলমগীর হোসেন (৩৫)।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম ও এসআই সামছুদ্দৌহার নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমুখী একটি হাইয়েছ মাইক্রোবাসে তল্লাশী চালিয়ে ১৮০০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করা হয়।

আটককৃতের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং ৩ জুন সকালে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।

আরো পড়ুন