মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩

মসজিদে খালিদ বিন ওয়ালেদের পরিচালনা কমিটি গঠন সভাপতি সাইফুৃল্লাহ,সম্পাদক বাকী

প্রকাশিত : ১২:১৫ পূর্বাহ্ন মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩

 

 

নিজস্ব প্রতিবেদকঃ 

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক ছোবহান হাজির পাড়ার (বস্যনি পুকুর পাড়) ‘মসজিদে খালিদ বিন ওয়ালিদ’র পরিচালনা কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (২৮ মে) জুমার নামাজের পর মুসল্লীদের অংশগ্রহণে এক আলোচনা সভা মোঃ সাইফুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় মসজিদের উন্নয়ন ও পরিচালনা কমিটি নিয়ে আলোচনা হয়।

এতে সর্বসম্মতিক্রমে মোঃসাইফুল্লাহ চৌধুরীকে সভাপতি ও মো. আবদুল বাকী চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১১ (এগার)সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি মাস্টার মোঃ আলী সিদ্দিকী, কোষাধ্যক্ষ জাহেদ হোসাইন, সহ-কোষাধ্যক্ষ মোঃইমরান, কার্যকরী পরিষদের সদস্য যথাক্রমে মোহাম্মদ মিয়া, জাহাঙ্গীর চৌধুরী, আবুল শরিফ, মঞ্জুর আলম, নুরুচ্ছফা সওদাগর ও মো. রিয়াদ প্রমুখ।

সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ শফি।

আরো পড়ুন