সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
প্রকাশিত : ১২:৩২ অপরাহ্ন সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের নবগঠিত কমিটির উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার এবং বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।
রবিবার ৩০মে বিকেলে নবগঠিত কমিটির
সভাপতি আনিছ উল্লাহ ও সাধারণ সম্পাদক রাশেদুল হক রাসু-এর নেতৃত্বে
সকল নেতাকর্মীদের সাথে উপজেলা চত্বরে
জড়ো হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার এবং বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
এরপর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী এবং সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরুর সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন সাবেক মেধাবী ছাত্রনেতা ও উপজেলা আওয়ামীলীগ নেতা শাহিদুল কবির সেলিম, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার,লোহাগাড়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুহাম্মদ জসিম উদ্দিন, যুবলীগ নেতা আমিনুল হক মামুন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক হুমায়ন কবির,যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম আরজু, মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি হামিম হোসেন রবিন, উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মাহিদুল কবির মিম।
শুভেচ্ছা বিনিময়কালে বক্তারা বলেন,বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে লোহাগাড়া আওয়ামী মৎস্যজীবী লীগকে সাংগঠনিক ভাবে মজবুত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। সংগঠনের যে সুনাম রয়েছে তা রক্ষা করে চলতে হবে। কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করা হবে না। বক্তারা আরও জানান, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী মৎস্যজীবী লীগ এসব অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করে সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
এছাড়াও লোহাগাড়া উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সকল নেতাকর্মীরা উপস্হিত ছিলেন।