মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
প্রকাশিত : ১২:৩৮ পূর্বাহ্ন মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক, লোহাগাড়ার পদুয়ার গর্বিত সন্তান অধ্যাপক মাকছুদ আলম বলেছেন, সন্দেহাতীতভাবে নৈতিক মানদণ্ডের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল-কুরআন। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব বিষয়ের সবিস্তার ভারসাম্যপূর্ণ বিধান রয়েছে এ গ্রন্থে। তাই সৃষ্টির সেরা জীব মানুষের জন্য কুরআনের শিক্ষার বিকল্প নেই। এ কুরআনের সুশিক্ষাই মানুষের ভবিষ্যৎ প্রজন্ম শিশু-কিশোরদেরকে সঠিক জীবন ও সুন্দর সমাজ বিনির্মাণের কারিগর হিসেবে তৈরি করতে পারে। তিনি আরও বলেন, মাদরাসা শিক্ষার্থীরা যাতে শুধু ধর্মীয় শিক্ষা নয়, আধুনিক শিক্ষাও অর্জন করতে পারে এজন্য বর্তমান সরকার ধর্মীয় শিক্ষার সাথে আধুনিক শিক্ষার সমন্বয় করেছেন। এখন মাদরাসায় কোরআন, হাদীসের সাথে সাধারণত শিক্ষার্থীদের সমান বাংলা, ইংরেজি ও গণিত বিষয়েও শিক্ষা দেয়া হচ্ছে। এতে শিক্ষার্থীরা একদিকে যেমন ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে অন্যদিকে আধুনিক শিক্ষার মাধ্যমে ডাক্তার-ইঞ্জিনিয়ার, প্রফেসর হতে পারে।
২৭ মে বিকেলে লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নে অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল হিকমা মডেল একাডেমীর উদ্যোগে আয়োজিত মাদ্রাসার হল রুমে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন।
তিনি মাদ্রাসায় গিয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে কথা বলেন।
এসময় উপস্হিত ছিলেন আল হিকমা মডেল একাডেমীর পরিচালক মাওলানা মুহাম্মদ সাহাব উদ্দিন, লোহাগাড়া প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মুুহাম্মদ রায়হান সিকদার, মাদ্রাসার অধ্যক্ষ শহীদুল্লাহ, লোহাগাড়া সাংবাদিক ফোরামের সহ- সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ এরশাদ আলম সহ মাদ্রাসার সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দরা।