মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
প্রকাশিত : ১২:৩১ পূর্বাহ্ন মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদকঃ
মাদক ও ইয়াবা উদ্ধারে বিশেষ অবদান রাখায় চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন লোহাগাড়া থানার চৌকুস এসআই মুহাম্মদ গোলাম কিবরিয়া।
২৫ মে সকালে চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ে এক মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে মাদক ও ইয়াবা উদ্ধারে অসামান্য অবদান রাখায় লোহাগাড়া থানার এসআই গোলাম কিবরিয়াকে চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ এসআই হিসেবে ভূষিত করা হয়।
অসামান্য অবদান স্বরুপ এসআই গোলাম কিবরিয়াকে সম্মাননা স্বারক ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মুহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম(বার), পিপিএম(বার)।
শ্রেষ্ট পুরুষ্কার অর্জনকারী লোহাগাড়া থানার এসআই গোলাম কিবরিয়া জানান, ভাল কাজে পুরুষ্কার পেলে সত্যিই নিজেকে অনেক গৌরবান্বিত মনে হয়। সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকারিয়া রহমান জিকু স্যার, লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ স্যার ও থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম স্যারের নির্দেশে এবং আন্তরিকতায় মাদক ও ইয়াবা উদ্ধারে কাজ করে যাচ্ছি। স্যারদের আন্তরিকতার কারণে আমি চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ট মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে সম্মাননা পেয়েছি। এ সম্মাননা আমার জন্য অনেক সাফল্যের এবং গৌরবের।