মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
প্রকাশিত : ১:১৫ পূর্বাহ্ন মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
লোহাগাড়া প্রতিনিধিঃ
জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২১ কার্যক্রম বিবেচনায় চট্টগ্রাম জেলা পর্যায়ে দ্বিতীয় স্হান অর্জন করেছেন লোহাগাড়া উপজেলা স্বাস্ব্য বিভাগ।
২৪ মে সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে চট্টগ্রাম জেলা স্বাস্ব্য বিভাগীয় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডাঃ শেখ ফজলে রাব্বী।
উক্ত সমন্বয় সভায় সম্প্রতি জাতীয় পুষ্টি সপ্তাহ-২১ বিবেচনা স্বরুপ জেলা পর্যায়ে দ্বিতীয় স্হান অর্জনকারী উপজেলা স্বাস্ব্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফের কাছে সম্মাননা স্বারক ক্রেষ্ট প্রদান করছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডাঃ শেখ ফজলে রাব্বী।
উপজেলা স্বাস্ব্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ জানান, জাতীয় পুষ্টি সপ্তাহ/২০২১ ইং উপলক্ষে গৃহীত কার্যক্রম বিবেচনায় চট্টগ্রাম জেলায় ২য় স্থান লাভ করেছে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য বিভাগ। চট্টগ্রাম বিভাগীয় স্বাস্হ্য পরিচালক ডাঃ হাসান শাহরিয়ার কবির স্যার ও জেলা সিভিল সার্জন ডাঃ শেখ ফজলে রাব্বী স্যারের নেতৃত্বে অনন্যসাধন প্রতিভাবান নেতৃত্বে চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য খাতের ঈর্ষনীয় সাফল্য যেটি আমাদের অনেক প্রেরণা জুগিয়েছে। এ অর্জন স্বাস্ব্য খাতে আমাদের জন্য অনেক গৌরবের।
জেলা পর্যায়ের দ্বিতীয় স্হান অর্জন করায় চট্টগ্রাম বিভাগীয় স্বাস্হ্য পরিচালক ডাঃ হাসান শাহরিয়ার কবির, জেলা সিভিল সার্জন ডাঃ শেখ ফজলে রাব্বী কে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপজেলা স্বাস্ব্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফসহ হাসপাতালের কর্মরত সকল চিকিৎসক, স্টাফ ও নাসগণ।