সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

ইয়াবাসহ লোহাগাড়ার স্হানীয় মাদক বিক্রেতা ইয়াহিয়াসহ আটক ২

প্রকাশিত : ১২:৫১ অপরাহ্ন সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

 

লোহাগাড়া প্রতিনিধিঃ

লোহাগাড়ায় ২ হাজার ১শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক পাচারকারীকে আটক করেছে থানা পুলিশ। এসময় পাচার কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন উপজেলার চুনতি ৩ নং ওয়ার্ডস্থ সোলতান মাওলানা পাড়া এলাকার আবদুল আলীমের ছেলে মোঃ ইয়াহিয়া (৩২) ও রাঙ্গুনিয়া ধামাইর হাট ৬নং ওয়ার্ডস্থ ছাদেকের পাড়ার সিকদার পুকুর পাড় এলেকার জানু ফকিরের বাড়ীর মোঃ বাবুলের পুত্র মোঃ ইমরান (১৯)।

২১ মে শুক্রবার সন্ধ্যায় উপজেলার চুনতি হাফেজিয়া মাদরাসা সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার ওসি মোঃ জাকের হোসাইন মাহমুদ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল ইসলামের নেতৃত্বে এসআই শিশির বিন্দু ধর সঙ্গীয় ফোর্স নিয়ে ইয়াহিয়া ও ইমরানকে আটক করেন। এসময় মাদক পাচারে ব্যবহৃত একটি মোটর সাইকেল উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকের হোসাইন মাহমুদ বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ হাজার ১শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে ২২ মে শনিবার সকালে চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো পড়ুন