মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদীনের বিরুদ্ধে অপপ্রচার

প্রকাশিত : ১১:৩৯ অপরাহ্ন মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও অনলাইনে লুৎফুর রহমানের পাহাড় জবর-দখলের পায়তারা চালাচ্ছে চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু কোম্পানী এমন একটি শিরোনাম আমার দৃষ্টিগোচর হয়েছে।সংবাদে আমাকে জড়িয়ে যা প্রকাশিত হয়েছে যেসব সংবাদের সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। তিনি এ বিষয়ে এক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি জানান, আমি জয়নুল আবেদীন জনু কোম্পানী। চুনতি ইউপি থেকে বার বার নির্বাচিত চেয়ারম্যান। উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য। মানবসেবার ব্রত মনমানসিকতা নিয়ে দীর্ঘদিন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি। কিন্তু আমাকে জড়িয়ে আমার মান সম্মান কে ক্ষুন্ন করতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে যেসব কাজে আমার কোন সম্পৃক্ততা নেই বললেই চলে। প্রকৃত ঘটনা হলো লোহাগাড়া উপজেলার চুনতি মৌজায় বিগত ২০০৩ সালে আমি জয়নুল আবেদীন জনু কোম্পানী,ইদ্রিস মিয়া,আবদুর নুর, নুরুল কবির সওদাগর আমরা চারজনকে তিনটি দলিল মুলে ২০ একর জায়গা জমির দখল হস্তান্তর, আমোক্তা নামা ও দানপত্র করেন লুৎফুর রহমান প্রকাশ লুতু মিয়া। বিগত ১৮ বছর ধরে আমরা ৪জন মিলে উক্ত জায়গাটি ভোগ দখলে স্হিত রয়েছি। উক্ত জায়গায় আমোক্তানামা ও দানপত্রের অনুবলে তফসিলের জায়গায় মালিক হইয়া আনুমানিক ৩০ লক্ষ টাকা খরচ করে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ঔষুধি গাছসহ বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপন করে উক্ত বাগান রক্ষণাবেক্ষণ করে যাচ্ছি। কিন্তু একটি মহল ষড়ষন্ত্র লিপ্ত হইয়ে আমাকে জড়িয়ে অবৈধ ভাবে পাহাড় দখল করার পায়তারা করেছি মর্মে অপপ্রচার চালানো হচ্ছে।যার সাথে আমি আদৌ সম্পৃক্ত নই। আমরা উক্ত জায়গার অংশীদার ৪জনেই সমান ভাগে । উক্ত বাগানের গাছগুলো প্রতিপক্ষরা কেটে নিয়ে যাবে মর্মে আমাদের কে প্রকাশ্যে হুমকি-ধমকি প্রদান করে আসছেন। আমরা নিরুপায় হয়ে লোহাগাড়া থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেছি।যাহার জিডি নং ৩৪, ১/০২/২০২১ইং। উক্ত সম্পত্তি আমাদের ৪জনের নামে বিএস সম্পাদন করা হয়েছে। উক্ত বাগান আমার একার নয়। আমি ৪জনের মধ্যে একজন অংশীদার মাত্র। কিন্তু একটি প্রভাবশালী মহল আমার জনপ্রিয়তাকে ক্ষুন্ন করার জন্য অপচেষ্টা ও ষড়ষন্ত্রের মাধ্যমে উঠে পড়ে লেগেছে।এছাড়াও আমরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত(চট্টগ্রাম দক্ষিণ) মিছ মামলা দায়ের করেছি।যাহার মিছ মামলা নং ২০৬/২০২১। সেটি মাননীয় আদালত উপজেলা ভূমি অফিসকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেছেন বলে ইতিমধ্যে জানতে পেরেছি আমি একজন নির্বাচিত জনপ্রতিনিধি। বাগানের অংশীদার নিয়ে আমার মান সম্মানকে খর্ব করার চেষ্ঠা চালাচ্ছে। প্রতিপক্ষরা আমাদের শেয়ার হোল্ডারদেরকে প্রতিনিয়ত হুমকি প্রদান করে যাচ্ছেন। আমি কারো প্রতিপক্ষ নয়, চুনতির সর্বস্তরের মানুষ আমার আপনজন। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ।

প্রতিবাদকারী
মোঃ জয়নুল আবেদীন জনু কোম্পানী
চেয়ারম্যান, চুনতি ইউনিয়ন পরিষদ
কার্যনির্বাহী সদস্য,লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগ।

আরো পড়ুন