মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩

আধুনগরের ইয়াবা বিক্রেতা লোহাগাড়ার শ্রীঘরে

প্রকাশিত : ১২:৫৭ পূর্বাহ্ন মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩

 

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় এক মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। এ সময় ১১০ পিচ ইয়াবা এবং ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

আটককৃত মাদক বিক্রেতার নাম হাফেজ আহম্মদ (৪০)। সে লোহাগাড়া উপজেলার আধুনগরের মরা ডলুকুল জালাল উদ্দিনের পুত্র।

লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান , গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি পুলিশি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া ডায়াবেটিক হাসপাতালের সামনে তার শরীরে তল্লাশি চালিয়ে ১১০ পিচ ইয়াবা ও ১০০ গ্রাম ইয়াবাসহ মাদক বিক্রেতা হাফেজ আহম্মদকে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।

আরো পড়ুন