শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩

সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীকে তিন দিনের রিমান্ড

প্রকাশিত : ৮:৫৫ অপরাহ্ন শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩

চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতের নাশকতায় ইন্ধন দেওয়ার অভিযোগে জামাত নেতা ও সাতকানিয়ার সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার বিকেলে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিষ্টেট শাহরিয়ার ইকবাল এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এর আগে শাহাজান চৌধুরী কে ৭ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। শনিবার ভোরে শাহাজান চৌধুরী কে সাতকানিয়া পৌরসভার ছমদর পাড়া থেকে গ্রেফতার করা হয়। হেফাজতের নাশকতা ঘটনায় হাটহাজারীর মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের অভিযোগ হাটহাজারীর ঘটনায় শাহজাহান চৌধুরী নানা ভাবে নাশকতাকারীদের উসকানি দিয়েছে পুলিশের কাছে প্রমাণ মিলেছে। সেই সূত্রেই শাহজাহান চৌধুরীকে গ্রেফতার করে রিমান্ড আনা হয়েছে বলে জানায় পুলিশ।

আরো পড়ুন