সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

নারী নেত্রী রিজিয়া রেজা চৌধুরীর নির্দেশে প্রধানমন্ত্রী পক্ষে সাতকানিয়া-লোহাগাড়ায় ঈদ বস্ত্র বিতরণ

প্রকাশিত : ১১:১৫ পূর্বাহ্ন সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

 

নিজস্ব প্রতিবেদকঃ 

 

সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলায় গরিব দুস্থ ও নারী নেত্রীদের মাঝে ঈদুল ফিতরকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামিলীগের বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামিলীগের কার্যনির্বাহী সদস্য,সাতকানিয়া-লোহাগাড়া’র নারী জাগরণের অগ্রদূত মিসেস রিজিয়া রেজা চৌধুরী এর নির্দেশে ১২ মে(বুধবার) সকাল ১০ টায় লোহাগাড়া উপজেলায় ঈদ বস্ত্র বিতরণ করা হয় এই সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রেহেনা আক্তার, সাধারণ সম্পাদক কহিনুর আক্তার ও জেসমিন আক্তার এবং বিকাল ৩ টায় সাতকানিয়া কেরানীহাটে সাতকানিয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের নেত্রী ও দুস্থ পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয় এই সময় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা যুবলীগ সিনিয়র যুগ্ম আহবায়ক ও মাদার্শা ইউনিয়নের চেয়ারম্যান আ ন ম সেলিম চৌধুরী, নারী নেত্রী নার্গিস আক্তার মুন্নী, রেহেনা আক্তার, হাসিনা আক্তার,সূলেখা বড়ুয়া,জিনিয়া আক্তার ও চম্পা আক্তার প্রমূখ অনুষ্ঠানে ঈদ বস্ত্র হিসেবে দুই উপজেলার ১০০ শত দুস্থ নারী ও নারী নেত্রীদের মধ্যে একটি করে শাড়ি ও থ্রিপিচ বিতরণ করা হয়।

আরো পড়ুন