সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

শপিং মলে শান্তি-শৃঙ্খলা,সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে লোহাগাড়া থানা পুলিশের টহল জোরদার

প্রকাশিত : ১:০০ অপরাহ্ন সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

 

লোহাগাড়া প্রতিনিধিঃ

পবিত্র মাহে রমজান মাস। আর একদিন পর অর্থাৎ আগামী শুক্রবার পবিত্র ঈদুল ফিতর। পবিত্র ঈদুল ফিতরকে সামনে বিভিন্ন মার্কেটে চলছে ঈদের বেচাকেনা। সাধারণ মানুষের নিরাপত্তা জোরদার ও শপিং মলে শান্তি-শৃঙ্খলা নিরসন, সাধারণ মানুষের নিরাপত্তা, স্বাস্হ্যবিধি নিশ্চিত, চাঁদাবাজি বন্ধে তৎপর থাকা, বখাটে ঠেকাতে কঠোর অবস্হানে লোহাগাড়া থানা পুলিশ।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকারিয়া রহমান জিকুর নির্দেশে গভীর রাতে মার্কেটগুলোতে সার্বক্ষণিক টহল জোরদারে অবস্হান নিয়েছেন লোহাগাড়া থানা পুলিশের বিশেষ টিম।

লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ ও পুলিশ পরিদর্শন(তদন্ত) মুুহাম্মদ রাশেদুল ইসলামের নেতৃত্বে এসআই দেলোয়ার হোসেন সঙ্গীয় পুলিশ ফোর্সদের সাথে নিয়ে মার্কেটগুলো পরিদর্শন করেন।

সাধারণ মানুষের নিরাপত্তা, স্বাস্হ্যবিধি নিশ্চিতকরণ ও শপিং মলে ব্যবসায়ী ও সাধারণ মানুষের শান্তি-শৃঙ্খলা নিরসনে পুলিশি টিম টহল দিকে দেখা গেছে।

পুলিশের টিম উপজেলার বটতলী স্টেশনের বিভিন্ন মার্কেটে টহল দেন। সকল ব্যবসায়ী ও সাধারণ জনগণের নিরাপত্তা জোরদারে সজাগ রয়েছেন।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার রাশিদুল হক স্যার ও সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু স্যারের নির্দেশে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের নিরাপত্তা জোরদার, আমরা মাঠে রয়েছে। বিভিন্ন শপিং মল পরিদর্শন করেছি।অযথায় মার্কেটে ঘুরাফেরা করা যাবেনা। কোন ইভটিজিং ও বখাটের কোন প্রকার ছাড় দেয়া হবেনা। সাধারণ মানুষের নিরাপত্তা ও ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য আমরা সবসময় কাজ করে যাচ্ছি। নাগরিক জীবনের নিরাপত্তা বিধানে বাংলাদেশ পুলিশ সবসময় বদ্ধ পরিকর। কোন ধরণের চাঁদাবাজদের ছাড় দেওয়া হবেনে বলেও তিনি জানান।

আরো পড়ুন