মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
প্রকাশিত : ১১:৪৯ অপরাহ্ন মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
রায়হান সিকদার,বিশেষ প্রতিনিধিঃ
সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন নিরাপদ সড়ক চাই লোহাগাড়া উপজেলা শাখার আহবায়ক ও ব্যাংকার মোজাহিদ হোছাইন সাগর। তিনি বাংলাদেশ ও সারা বিশ্বের মুসলমানদের ঈদ মোবারক জানিয়েছেন। সেই সাথে বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
তিনি জানান, মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে ঈদুল ফিতর এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে। ঈদুল ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত।
তিনি আরো জানান, বিশ্বব্যাপী করোনাভাইরাসের আঘাতে এবারে হয়তো পূর্বের ন্যায় সবাইকে নিয়ে ঈদের আনন্দ উদযাপন করা সম্ভব হবে না। তবুও আমরা যে যেখানেই থাকি না কেন ঘনিষ্ঠজন, নিকটজনসহ সবাই ঈদের আনন্দ ভাগ করে নেব। কোনো অসহায় ও দুস্থ মানুষ যেন অভুক্ত না থাকে সেজন্য যারা সচ্ছল ব্যক্তি তারা যেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যাতে নিরন্ন মানুষরাও ঈদের আনন্দের অংশীদার হতে পারে।