মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
প্রকাশিত : ১২:২২ পূর্বাহ্ন মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় ৩ মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১২ হাজার ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট, একটি প্রাইভেট কার ও মাইক্রোবাস জব্দ করা হয়।
আটককৃতরা হল যথাক্রমে চট্টগ্রামের সাতকানিয়ার এওচিয়া টিলা পাড়া এলাকার দানু মিয়ার পুত্র জাহাঙ্গীর আলম(৪০), টাঙ্গাইল মধুপুর মৃত মফিজ উদ্দিনের পুত্র সুমন(২৪) ও বরিশাল চর মোমেনিয়া এলাকার মৃত আবদুল কাদের ভুঁইয়ার পুত্র কবির হোসেন (৩৩)।
লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুুহাম্মদ রাশেদুল ইসলাম ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে জাহাঙ্গীর আলমের কাছ থেকে ৩ হাজার ৮০০ পিচ, একই স্পটে প্রাইভেট কারে তল্লাশী চালিয়ে সুমনের কাছ থেকে ৫ হাজার পিচ ইয়াবা এবং একই স্পটে মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে কবির হোসেনের কাছ থেকে ৩হাজার ৩০০পিচ ইয়াবাসহ মোট ১২হাজার ১০০পিচসহ ৩মাদক কারবারীকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং ১২ মে সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।