শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩
প্রকাশিত : ১:৪৮ পূর্বাহ্ন শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩
লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় সংবাদ প্রকাশের জেরে দৈনিক আমাদের নতুন সময় এবং বার্তা বাজারের স্থানীয় প্রতিনিধি,লোহাগাড়া প্রেস ক্লাব সদস্য আবদুল করিমকে অজ্ঞাতনামা এক ব্যক্তি মুঠোফোনের মাধ্যমে হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তিনি মঙ্গলবার (১১ মে) রাতে লোহাগাড়া থানায় জীবনের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যার জিডি নম্বর-৪৫৮।
সাংবাদিক আবদুল করিম বলেন, মঙ্গলবার দুপুরে অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজারে ‘ক্রীড়ার আড়ালে ইয়াবা ব্যবসা করতেন রনি’ এই শিরোনামে আমার একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর একইদিন বিকেল পৌনে চারটায় একটি নম্বর থেকে আমার ব্যক্তিগত ফোন নম্বরে অজ্ঞাতনামা এক ব্যক্তি ফোন দেয়। এসময় তিনি নিউজটি সরাই পেল , অন্যথায় তােমার অবস্থা খারাপ হবে। এই নিউজ তােরে কে করতে বলছে? এসব কথা বারবার উল্লেখ করে আমাকে হুমকি প্রদান করেন। এরপর থেকেই আমি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ বলেন, মঙ্গলবার রাতে আবদুল করিম নামে স্থানীয় এক সাংবাদিক হুমকির বিষয়ে থানায় একটি জিডি করেছেন।হুমকিদাতাকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও তিনি জানান।