সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

বীর মুক্তিযোদ্ধােরা পেলেন চট্টগ্রাম পুলিশ সুপারের ঈদ উপহার

প্রকাশিত : ১২:০১ অপরাহ্ন সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

 

লোহাগাড়া প্রতিনিধিঃ

জাতির শ্রেষ্ট সন্তান বীর মুক্তিযোদ্ধারা। এদেশে স্বাধীনতা সংগ্রামের তাদের স্বরণীয় হয়ে থাকবে আজীবন। পবিত্র রমজান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে লোহাগাড়ার সকল মুক্তিযোদ্ধাদের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার রাশিদুল হক।

১১ মে দুপুরে পুলিশ সুপারের পাঠানো ঈদ উপহারগুলো অফিসার ইনচার্জ কার্যালয় হতে বীর মুক্তিযোদ্ধাদেরকে হস্তান্তর করেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদ।

এসময় উপস্হিত ছিলেন লোহাগাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ বেঙ্গল, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।

ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা। আমরা বাংলাদেশ পুলিশ তাদেরকে সবসময় সম্মান ও শ্রদ্ধা করি। পবিত্র রমজান মাস এবং পবিত্র ঈদুল ফিতরে লোহাগাড়ার বীর মুক্তিযোদ্ধাদের জন্য চট্টগ্রামের মাননীয় পুলিশ সুপার মহোদয় ঈদ উপহার পাঠিয়েছেন। মাননীয় পুলিশ সুপার থেকে প্রেরিত ঈদ উপহারগুলো মুক্তিযোদ্ধাদেরকে প্রদান করা হয়েছে।

আরো পড়ুন