সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

এবার এতিমদের ঈদ উপহার দিলো লোহাগাড়া উপজেলা প্রশাসন

প্রকাশিত : ১১:৫৬ পূর্বাহ্ন সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

 

লোহাগাড়া প্রতিনিধিঃ

লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকায় এতিমখানায় ঈদ উপহার( ত্রাণ সামগ্রী) বিতরণ করা হয়েছে।

১০ মে সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত উপজেলা প্রশাসন কর্তৃক এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল প্রতি বস্তায় ছিলো ৫ কেজি পোলাও এর চাল, ৫ কেজি চিনি, ৫ লিটার সয়াবিন তেল, ২০ প্যাকেট সেমাই, কিচমিস, গুড়ো দুধ, ২০ টি সাবান ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী।

এতিমদের মাঝে এসব সামগ্রী প্রদান করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ আহসান হাবীব জিতু ।

এসময় উপস্হিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মোঃ খোরশেদ আলম চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মোঃ মাহবুব আলম শাওন ভূঁইয়া সহ অন্যান্যরা।

আরো পড়ুন