সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

মাইক্রোবাসে তল্লাশিঃ ৩হাজার পিচ ইয়াবাসহ লোহাগাড়ায় আটক ২

প্রকাশিত : ১১:৩৭ পূর্বাহ্ন সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

 

লোহাগাড়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় ২ মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩ হাজার পিচ ইয়াবা এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

আটককৃতরা হল চাপাইনবাবগঞ্জ জেলার গোপাল চেয়ারম্যান হাট এলাকার আবদুল মতিনের পুত্র রফিক (৩৫) এবং গোপালগঞ্জ জেলার তেলিগাতি এলাকার মনিরুজ্জামানের পুত্র কারিমুল্লাহ প্রকাশ কারিম(২৮)।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে পৃথক অভিযান চালিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমুখী একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে রফিকের কাছ থেকে ২ হাজার পিচ ইয়াবা এবং একই স্পটে মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে কারিমের কাছ থেকে ১ হাজার পিচ ইয়াবাসহ মোট ৩ হাজার ইয়াবাসহ ২ মাদক কারবারীকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং ৯ মে তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।

আরো পড়ুন